শিরোনাম :
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা-মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু ২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

নানা আয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট উইমেন্স মেডিকেল ডে ২০২৫ উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। পরে বেলুন ওড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম.এ. মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, উইমেন্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীসহ দেশের ও দেশের বাইরের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ। এছাড়াও কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হয়। তবে এ বছর পবিত্র শবে বরাতের জন্য ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মানুষকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি নারী চিকিৎসক গড়ে তুলছে। এই কলেজ নারীদের চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। চিকিৎসা একটি মহান পেশা এবং এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সেবার মানসিকতায় গড়ে তোলা হয়। একটি প্রতিষ্ঠান তখনই সাফল্যের শীর্ষে পৌঁছায়, যখন তার প্রতিটি সদস্য একসঙ্গে কাজ করে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ সেই উদাহরণ তৈরি করেছে। ভবিষ্যতে আমরা গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। বক্তারা কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতি কামনা করেন। প্রতিষ্ঠানটি সিলেটের চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain