অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর ৭নং ওয়ার্ডস্থ পশ্চিম পীর মহল্লার শাহপরান মাদ্রাসা সংলগ্ন ফ্রেন্ডস ক্রিকেট গ্রাউন্ড কলাপাড়া প্রিমিয়ারলীগ (কেপিএল ) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে পশ্চিম পীর মহল্লার শাহপরান মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সিলেট সিটি করর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি সুজন মিয়ার সভাপতিত্বে ও এস কে রিজনের পরিচালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, ছাত্রদল অর্গানাইজেশন, ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহরুমি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলেখ মিয়া, লাল সবুজ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান তানভীর, পর্তুগাল প্রবাসী সৈয়দ ইমরান হোসাইন, বাবলু ঘোষ, আব্দুল খালেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছবির আহমেদ, মাশুক আহমেদ, লায়েক আহমেদ, মুস্তাফিজুর রহমান, নোমান আহমেদ, রুম্মন, সুমন, মনির আহমেদ, আব্দুল্লাহ, রাহাত, টিপু, ফাহিম, রুবেল, সজীব, জুবেল, কাইয়ুম, রিফাত, মসুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। খেলায় কলাপাড়া ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয় ও রানারআপ হয় কলাপাড়া লিজেন্ডস। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।