শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেট ৭,৮,৯,৩৭,৩৮,৩৯ নং ওয়ার্ড যুবদলের যৌথ প্রস্তুতি সভা জাফলং ইসিএ এলাকায় যৌথ অভিযানে লিস্টার ও বোমা মেশিন ধ্বংস মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের আহাদের মাতৃবিয়োগে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে-খন্দকার মুক্তাদির অতিরিক্ত আইজিপি হলেন এসএমপি কমিশনার-রেজাউল করিম জিয়া মঞ্চ সিলেট জেলার উদ্যোগে রাষ্ট্র কাঠামো ও নির্বাচিত সরকার শীর্ষক সভা

রমজান মাস শুরুতে সিলেটে লেবুর হালি ১০০ টাকা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সিলেটে লেবুর দাম বেড়ে গেছে। ১০ দিন আগে যে লেবুর দাম ছিল ৫ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে।

শনিবার রাতে নগরের বন্দরবাজার, আম্বরখানা, রিকাবিবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে এমন চড়া দামে লেবু বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা জানান, ইফতারের সময় ধনী-গরিবনির্বিশেষে সবার কাছে লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে দাম একলাফে কয়েক গুণ বেড়েছে।

বাজার ঘুরে জানা গেছে, দেড় সপ্তাহ আগে মাঝারি আকারের লেবু প্রতি হালির দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা। অন্যদিকে বড় আকারের লেবু প্রতি হালি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। আগে তা ছিল ৩০ থেকে ৫০ টাকা।

রিকাবিবাজার এলাকার সবজি ব্যবসায়ী মো. হেলাল মিয়া বলেন, বাজারে সব ব্যবসায়ীর লেবু শেষ হয়ে গেছে। সন্ধ্যার পর তিনি ১০০টি লেবু এনেছিলেন। এখন আছে মাত্র এক হালি। পাইকারি বাজারে লেবুর দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে একলাফে কয়েক গুণ বেড়েছে বলে তিনি দাবি করেন।

বন্দরবাজার এলাকার ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মো. আছলম জানান, এখন লেবুর মৌসুম নয়, তাই বাজারে বেশি লেবুর সরবরাহ নেই। চাহিদা সত্ত্বেও ক্রেতারা লেবু পাচ্ছেন না। এ কারণেই লেবুর দাম এখন চড়া।

একাধিক ক্রেতা বলেন, তুলনামূলকভাবে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় রমজানে দাম এবার সেই অর্থে বাড়েনি। তবে লেবুর দাম চড়া। স্থানীয় প্রশাসন একটু তদারকি করলে লেবুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।

মদিনা মার্কেট সবজির বাজারে কথা হয় পাঠানটুলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে বাজার তদারকি করলে এভাবে হুট করে ব্যবসায়ীরা দাম বাড়াতে পারতেন না।’

যোগাযোগ করলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, রমজান মাসে কেউ যেন অন্যায্যভাবে দাম বাড়াতে না পারেন, সে জন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে। লেবুর দাম বাড়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain