শিরোনাম :
ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির নেতা সৈয়দ জুয়েল কারামুক্ত সিলেট কারা ফটকে সংবর্ধনা সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী সিলেটে হকার, যানজট ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-আব্দুল কাইয়ুম জালালী পংকি সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান-হকিস্টিক, ব্ল্যাংক চেক উদ্ধার বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই-আব্দুর রহমান রিপন সিলেটে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডা-চীনের পাল্টা শুল্কারোপ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাণিজ্য নীতির অংশ হিসেবে কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায়, চীন ও কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

গতকাল সোমবার (৩ মার্চ) কানাডা ঘোষণা করেছে, ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর কানাডা ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫% পাল্টা শুল্ক আরোপ করবে।

এদিকে ট্রাম্পের বাণিজ্য নীতির প্রতিক্রিয়ায় চীনও আজ মঙ্গলবার (৪ মার্চ) ঘোষণা করেছে যে, তারা মার্কিন কৃষি পণ্য আমদানির ওপর ১০% থেকে ১৫% শুল্ক আরোপ করবে। একইসঙ্গে, মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা করছে। খবর বিবিসি ও রয়টার্সের।

সোমবার ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্কারোপের ঘোষণা দেন। আজ থেকেই তিন দেশের ওপর কার্যকর হবে অতিরিক্ত শুল্ক।

ট্রাম্প জানান, দরাদরির আর কোনো সুযোগ নেই। ফলে মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত হচ্ছে ২৫ শতাংশ আমদানি শুল্ক। অন্যদিকে চীনের ওপর আরোপ করা হলো অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।

এরই প্রতিক্রিয়া হিসেবে চীল ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক নীতি আরোপের হুঁশিয়ারি দিয়েছে।

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে। এছাড়া আগামী ২১ দিনের মধ্যে আরও ১২৫ বিলিয়ন ডলারের পণ্যকে এর আওতায় আনবে। কানাডার এই নতুন শুল্ক ব্যবস্থা যতদিন মার্কিন শুল্ক কার্যকর থাকবে ততদিন বহাল থাকবে।

রয়টার্স বলছে, ট্রাম্পের প্রথম মেয়াদের সময় কানাডা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল, যার পরিমাণ ছিল ১৬.৬ বিলিয়ন কানাডিয়ান ডলার। এক্ষেত্রে সবচেয়ে কঠোর ও কৌশলগত প্রতিশোধ হতে পারে যুক্তরাষ্ট্রে কানাডার জ্বালানি রপ্তানি সীমিত করা।

কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল সরবরাহকারী দেশ এবং ৩০% মার্কিন রাজ্যে কিছু পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে।

চীনের ঘোষণা অনুযায়ী, তারা বিভিন্ন মার্কিন কৃষি ও খাদ্য পণ্যের ওপর আমদানি শুল্ক ১০% থেকে ১৫% বাড়াবে। এছাড়া, চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানকে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

চীন আগামী ১০ মার্চ থেকে আরও কিছু মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন মুরগি, গম, ভুট্টা ও তুলার ওপর ১৫% অতিরিক্ত শুল্ক বসাবে। এছাড়া, মার্কিন সয়াবিন, সরগাম, শূকরের মাংস, গরুর মাংস, সামুদ্রিক পণ্য, ফলমূল, শাকসবজি ও দুগ্ধ পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain