শিরোনাম :
ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল ১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০ শ্রমিক পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডা-চীনের পাল্টা শুল্কারোপ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাণিজ্য নীতির অংশ হিসেবে কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায়, চীন ও কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

গতকাল সোমবার (৩ মার্চ) কানাডা ঘোষণা করেছে, ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর কানাডা ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫% পাল্টা শুল্ক আরোপ করবে।

এদিকে ট্রাম্পের বাণিজ্য নীতির প্রতিক্রিয়ায় চীনও আজ মঙ্গলবার (৪ মার্চ) ঘোষণা করেছে যে, তারা মার্কিন কৃষি পণ্য আমদানির ওপর ১০% থেকে ১৫% শুল্ক আরোপ করবে। একইসঙ্গে, মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা করছে। খবর বিবিসি ও রয়টার্সের।

সোমবার ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্কারোপের ঘোষণা দেন। আজ থেকেই তিন দেশের ওপর কার্যকর হবে অতিরিক্ত শুল্ক।

ট্রাম্প জানান, দরাদরির আর কোনো সুযোগ নেই। ফলে মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত হচ্ছে ২৫ শতাংশ আমদানি শুল্ক। অন্যদিকে চীনের ওপর আরোপ করা হলো অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।

এরই প্রতিক্রিয়া হিসেবে চীল ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক নীতি আরোপের হুঁশিয়ারি দিয়েছে।

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে। এছাড়া আগামী ২১ দিনের মধ্যে আরও ১২৫ বিলিয়ন ডলারের পণ্যকে এর আওতায় আনবে। কানাডার এই নতুন শুল্ক ব্যবস্থা যতদিন মার্কিন শুল্ক কার্যকর থাকবে ততদিন বহাল থাকবে।

রয়টার্স বলছে, ট্রাম্পের প্রথম মেয়াদের সময় কানাডা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল, যার পরিমাণ ছিল ১৬.৬ বিলিয়ন কানাডিয়ান ডলার। এক্ষেত্রে সবচেয়ে কঠোর ও কৌশলগত প্রতিশোধ হতে পারে যুক্তরাষ্ট্রে কানাডার জ্বালানি রপ্তানি সীমিত করা।

কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল সরবরাহকারী দেশ এবং ৩০% মার্কিন রাজ্যে কিছু পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে।

চীনের ঘোষণা অনুযায়ী, তারা বিভিন্ন মার্কিন কৃষি ও খাদ্য পণ্যের ওপর আমদানি শুল্ক ১০% থেকে ১৫% বাড়াবে। এছাড়া, চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানকে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

চীন আগামী ১০ মার্চ থেকে আরও কিছু মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন মুরগি, গম, ভুট্টা ও তুলার ওপর ১৫% অতিরিক্ত শুল্ক বসাবে। এছাড়া, মার্কিন সয়াবিন, সরগাম, শূকরের মাংস, গরুর মাংস, সামুদ্রিক পণ্য, ফলমূল, শাকসবজি ও দুগ্ধ পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain