শিরোনাম :
Orphan in Action-এর এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ “এতিমদের সাথে “শান্তিগঞ্জ সমিতি সিলেট”এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণে- কয়েস লোদী সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী

মানব সেবার কল্যাণে আনোয়ার ফাউন্ডেশনের মহতি কার্যক্রম

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রেজওয়ান আহমদ :: মানব সেবার কল্যাণে কাজ করে যাচ্ছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে, ২০২২ সালে প্রতিষ্টিত এই ফাউন্ডেশন এর মাধ্যমে সিলেট বিভাগের অসহায় দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে তাদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম দেশের অসহায় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, প্রবাসে থেকেও তারা দেশের বিভিন্ন দুর্যোগে অসহায় হয়ে পরা মানুষের সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ফাউন্ডেশন এর মাধ্যমে প্রবাসে থেকেও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ করে থাকেন। যার ফলে দুর্যোগে পরা অসহায় পরিবারগুলো আনোয়ার ফাউন্ডেশন এর সাহায্যে পেয়ে কিছুটা হলেও দুর্যোগ মোকাবেলা করতে পারে। শুধু দুর্যোগে নয় বছরজুড়েই দরিদ্র অসহায় পরিবারের সহযোগিতা করার জন্য এই ফাউন্ডেশন এর বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজান মাসে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বৃষ্টি মৌসুমে রেইনকোট বিতরণ, দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিবাহ দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান, এতিম মাদ্রাসা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আনোয়ার ফাউন্ডেশন এর মহতি কার্যক্রম ছড়িয়ে পড়েছে সিলেট বিভাগ জুড়ে, অসহায় পরিবারের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই দরিদ্র ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে আনোয়ার মিয়া ও রেহেনা বেগম তাদের উপার্জিত টাকা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। প্রবাসে থেকেও তারা এই ফান্ডেশনের মাধ্যমে দেশে দরিদ্র পরিবারের জন্য সহযোগিতা করতে পারছেন যার হাত ধরে তিনি হলেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি তরুণ সমাজসেবক লিমন আহমদ। যার চিন্তা চেতনা হচ্ছে কিভাবে অসহায় দরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে কাজ করা। ফাউন্ডেশন এর প্রতিনিধি হওয়ার পর থেকে এই সকল কার্যক্রম নিজ হাতে পরিচালনা করে চলেছেন লিমন। অসহায় পরিবারের বেদনার কথা শুনা মাত্রই ছুটে যান তাদের পাশে, ফাউন্ডেশন এর মাধ্যমে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। ছোটবেলা থেকেই যার লক্ষ্য ছিল অসহায় পরিবারের জন্য কাজ করা। আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠার পর বাংলাদেশের প্রতিনিধি হওয়ার পর সেই স্বপ্ন যেন পূরণ করে যাচ্ছেন তিনি, আনোয়ার ফাউন্ডেশন এর সকল কার্যক্রম তার হাত ধরে হওয়ায় তিনি অসহায় পরিবারের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তরুণ সমাজসেবক লিমন আহমদের সাথে কথা হলে তিনি জানান, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠাকাল থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসের থেকেও নিজ দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে তাদের উপার্জিত টাকা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। এই ফাউন্ডেশন এর লক্ষ্যই হচ্ছে অসহায় পরিবারের জন্য কাজ করা। পবিত্র রমাদান মাসেও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছরের ন্যায় এবারো রমাদানের শুরু থেকে অসহায় ও গরীব মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে আনোয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর পক্ষ থেকে যেসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, সেগুলো হলোঃ ২৫ কেজি চাউল, ২লিটার তেল, ১ কেজি খেজুর, ৫ কেজি আলু, ৫ কেজি পিয়াজ, হলুদ, মরিচ, ১ কেজি রসুন, ২ কেজি চানা, ৫০০ গ্রাম আদা, ২ কেজি মশুর ডাল, ১ বোতল রুহ আফজা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম দুধ, ১ কেজি লবন, ১ কেজি চা পাতা, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain