অনুসন্ধান ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ সমাজে বিভিন্ন অস্থির চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।
তিনি আরোও বলেন, পুরো জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা করে কাজ করে যাচ্ছেন। আমাদের স্বনির্ভর দেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে। জনআকাঙ্খা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য দল এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সক্রিয় হয়ে থাকতে হবে। কথায় কাজে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের করতে হবে। একইসঙ্গে দলীয় নীতি, আদর্শ, কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সব কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সাথে ইফতারের কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৩৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শাহপরাণ (রহ.) মাজার গেইট মাঠে গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরাণ (রহ.) থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিমের সভাপতিত্বে ও ৩৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. তাজুল ইসলাম তাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খোরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, শাহপরাণ (রহ.) থানা বিএনপির খোরশেদ আহমদ খুশু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান প্রমুখ।
ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ১৭ বছরের আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ জামে মসজিদের ইমাম।-বিজ্ঞপ্তি