অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সাথে ১০মার্চ সোমবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করনীয় নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ও সিলেট জেলার সভাপতি জাকির আহমেদ। এতে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর কেন্দ্রীয় সদস্য চৌধুরী সাহেদ কামাল টিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, বাংলাদেশ শ্রমিক জোট নেতা প্রবীর চন্দ্র দে প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘আজ আমরা এমন এক সময় মতবিনিময় সভা করছি যখন সারা দেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটেছ। শিশু আছিয়া থেকে শুরু করে ষাটোর্ধ বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয়। ঘরে-বাইরে, অনলাইনে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটেছে। অথচ সরকার তা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নানা ধরণের ‘মব’ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারকসহ বিভিন্ন স্থাপনায় হামলা করা হচ্ছে । স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই ব্যর্থতার দায় স্বীকার তো করছেন না, উপরন্তু বলছেন দেশ নাকি স্থিতিশীল আছে। জননিরাপত্তা দিতে ব্যর্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ জরুরি। এদিকে দফায় দফায় বাড়ছে জিনিস পত্রের দাম। সিন্ডিকেট ব্যবসায়ীরা বহাল তবিয়তে আছে। এ সময় বিভিন্ন ধরণের সাম্প্রদায়িক শক্তির আস্ফালন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। এ জন্য বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই জনগনকে পথ দেখাবে।”
বক্তারা মিথ্যা মামলায় আটক বাংলাদেশ জাসদ সিলেট জেলার সহ সভাপতি লালমোহন দে’র নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আরাবী’র রোগমুক্তি কামনা করেন।-বিজ্ঞপ্তি