অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা ছিলেন আমাদের কষ্টের মূল কারণ। এখনও তিনি বাংলাদেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন। লোদী বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। মিথ্যা মামলায় অনেককে দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছে। তিনি তরুণদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি মঙ্গলবার (১১ মার্চ) নগরীর মদিনা মার্কেট পয়েন্টে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য উসমান গণির সার্বিক সহযোগিতায় যুবদল-ছাত্রদল ও স্বেচছাসেবক দলের উদ্যোগে বিগত আন্দোলন সংগ্রামে আহতদের কোরআন শরীফ, তাসবি, জায়নামাজ ও খাদ্য সামগ্রী প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান এবং কামরান উদ্দিন অপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মোস্তফা কামাল ফরহাদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, শফিকুর রহমান শফিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ফয়সল, নিশাত বক্ত লাহিন, জয়নুল আহমদ জয়, ইকবাল হোসেন, আবির হাসান, মুমিন আহমদ, ফয়সল আহমদ, নোমান আহমদ, ইমন আহমদ, সাইফুল ইসলাম, সাগর আহমদ, সালেহ আহমদ, রুহান আহমদ, সোহাগ আহমদ, ফারদিন হোসেন, রিয়াদ আহমদ, নিয়াজ আহমদ,আবেদ আহমদ নোমানোল হক সানি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি