শিরোনাম :
২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট

নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের প্রতিবাদ সভায়-কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিসিকের সাবেক প্যানেল মেয়র, নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেটের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ধর্ষণের জন্য ফ্যাসিস আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতি দায়ী। নারী নির্যাতনসহ অপরাধ নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরোও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি যে, অতিসম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জীবনে চলার পথে নিত্যদিনই নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি অনলাইনেও তারা সাইবার বুলিংসহ বিরূপ আচরণের শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট এবং শপিংমল ও কর্মস্থল থেকে আত্মীয়-স্বজনের বাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে শিশু, ছাত্রী এবং নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের শ্লীলতাহানী এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে নারীদেরকে হত্যা করার মতো নির্মম ও জঘন্য ঘটনাও ঘটছে।
তিনি বলেন, দেশে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর বিচারহীনতার এমন সংস্কৃতির কারণেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা থামছে না। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা লিপ্ত সেই সকল উগ্রগোষ্ঠী উস্কানি বা মদদ প্রদান করছে।
মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণ নিয়ে তিনি বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরোও ঘটতে থাকবে। তাই ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যাতে এমন জঘন্য অপরাধ করার আর কেউ সাহস না পায়। এছাড়া আমরা দেখেছি বিগত ফ্যাসিস সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হলেও সেটার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেটের উদ্যোগে বুধবার (১২ মার্চ) দুপুরে নগরীর দরগামহল্লাস্থ একটি হোটেলে প্রতিবাদ সভা ফোরামের আহবায়ক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ।
সভায় আরোও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, এপিপি এডভোকেট মোবারক হোসেন, অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, মো. সোলেমান খান মিন্টন, মো. নাজমুল হক, মাহবুব আলম, মাহবুব শেখ, শফিউল আলম, মোবারক হোসেন তুহিন, জামিল আহমদ, প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain