অনুসন্ধান ডেস্ক :: অসহায় ও দুস্থ পথচারী রোজাদারদের মাঝে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রিকাবিবাজার পয়েন্টে প্রায় ৩০০ রোজাদারদের মাঝে এই ফ্রি ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলা বক্স করিম বক্স লিমিটেডের সিইও বেনজির কবির এবং বিজনেস ম্যানেজার রাহাত সরকার। এছাড়াও অন্যান্য অপারেশন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মৌলা বক্স করিম বক্স লিমিটেড সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এই মহৎ উদ্যোগের বাজেট মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ফিল্ড ফোর্স এবং ম্যানেজমেন্ট টিমের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়।-বিজ্ঞপ্তি