শিরোনাম :
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন Orphan in Action-এর এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ “এতিমদের সাথে “শান্তিগঞ্জ সমিতি সিলেট”এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণে- কয়েস লোদী সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সারাদেশে নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশব্যাপী নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরাও জাগ্রত ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ আর এফ । শনিবার (১৫ মার্চ) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি বিপ্লবী শ্রমিক নেতা নুরুল হুদা সালেহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমেদ পরিচালনায়

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফর আলী খান, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেটের সম্পাদক এনায়তুর রহমান নিরুপম, বেসরকারি শিক্ষক নেত্রী জাহানারা আক্তার, মানবাধিকার কর্মী শিক্ষানবিশ অ্যাডভোকেট বাবলু, মানবাধিকার সংগঠন অধিকার সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আইন সবার উর্ধ্বে, আইনের উর্ধ্বে কেহ নয় “মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ ও দুর্নীতিরোধে আমরা সচেষ্ট” দেশব্যাপী নারীদের উপর যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা চরম উদ্বেগ, ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, নারী-শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা একটি ভয়াবহ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মানবতা বিবর্জিত এসব অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিচারহীনতা নয় তো বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা কমছে না বরং বাড়ছে। ধর্ষক ও নারী শিশু নির্যাতনকারীদের প্রতি কোনো প্রকার সহানুভূতি বা শিথিলতা দেখানোর সুযোগ নেই। তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দাবী ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain