অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশের জনগণ যত দ্রুত সম্ভব গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি রবিবার (১৬ মার্চ) পীরেরবাজারের খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে আরোও বলেন, দেশের জনগণ তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধির গণতান্ত্রিক সংসদ দেখতে চায়। যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এখন একেকটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। অথচ জনগণ সমর্থিত সংসদ ও সরকার ব্যতীত গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।
তিনি বলেন, জনগণের সমর্থনহীন কোনো সরকার কিংবা শুধু পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা দিয়ে কোনো দেশ চলতে পারে না। একটি গণতান্ত্রিক দেশের মূল শক্তি হচ্ছে তাদের জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার। এটাই মূলশক্তি। এটার ওপর ভিত্তি করে পুলিশ, সরকারি কর্মকর্তারা চলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমার ফয়জু’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল। আরো উপস্থিত ছিলেন আইয়ুব আলী, সাইদুর রহমান সাইদ, মকবুল হোসেন, খুরশেদ আলম, আলী আহমদ, ময়নুল ইসলাম মজুই, নুরুল ইসলাম রুমন, হোসেন আহমদ দুলাল, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আলাই, গিয়াস উদ্দিন, আলী মাছুম, আব্দুল মালেক, ছালেক আহমদ, ইসলাম উদ্দিন, আব্দুল খালিক, আবুল কাশেম সুহেল, আহমদ সবুজ, মুহামিনুল হক তপু, জাবের আহমদ, নিজাম উদ্দিন, শাহিনুর রহমান, সুলেমান আহমদ, সাইদুর রহমান, হাসিম রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি