শিরোনাম :
সিলেট খাদিমপাড়ার পীরেরবাজারের গণ ইফতারে খন্দকার মুক্তাদির ২৮নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন Orphan in Action-এর এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ “এতিমদের সাথে “শান্তিগঞ্জ সমিতি সিলেট”এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণে- কয়েস লোদী সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল দেশের মেহনতি, গরীব ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন। আমাদের তাঁরই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ১৬ বছর জিএম কাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম হিসেবে রুপান্তরিত করেছিলেন। যার খেসারত দিচ্ছে জাতীয় পার্টির কোটি নেতাকর্মী। সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর আমাদের এখন নতুন করে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য আমাদের তাদের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে। তিনি আগামী দিনের চ্যালেঞ্জের জন্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রোববার (১৬ মার্চ) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, মুরাদ আহমেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক সোবহান চৌধুরী, মহানগরের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহনগর ছাত্রসমাজ সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা যুব সংহতির সভাপতি লায়েক আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain