গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে
অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় আমির মিয়া স্কুল ও কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী সভাপতিত্বে ও সঞ্চালনায়, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে/ প্রতিরোধে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই জাহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, পরিবেশবাদী, ব্যবসায়ী, চা-বাগান কতৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার বলেন, একটি কুচক্রী মহল জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশকে পরিকল্পিত ভাবে তাদের নিয়োগকৃত এজেন্টদের মাধ্যমে (ইসিএ) এলাকার নদী,সমতল ফসলী জমিন ও পাহাড় যন্ত্র-দানবীয় বোমা মেশিন, এক্সেভেটর ও ফেলুডার দিয়ে ধ্বংস করে অবৈধ ভাবে কোটি কোটি টাকা মালিক বনে যাচ্ছে। যার ফলে জাফলং ও এর আসপাশের গ্রামাঞ্চল হুমকির মধ্যে রয়েছে। এসব ভূমিখেকোদের প্রতিরোধ করতে প্রশাসনের পাশাপাশ স্থানীয় এলাকাবাসীকে আরও সোচ্চার হতে হবে।