গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়ন শাখার আয়োজনে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারে জেলা পরিষদের ডাক বাংলোতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন’র সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মাও: হেলাল উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার আমির মাষ্টার আবুল হোসেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখা সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব ডা: আব্দুর নুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মিসবা উদ্দিন, জামায়াতে ইসলামী পূর্ব জাফলং ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুল আজিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি সংগঠন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ উলামা জামায়াতের উপজেলা সহ-সভাপতি মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ইমরান আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, মাও: নাজিম উদ্দীন, সংস্কৃতি সম্পাদক সোহেল আহমেদ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বল্লাঘাট জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম