অনুসন্ধান ডেস্ক :: আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) নগরীর মদিনা মার্কেটের দুসকী পয়েন্ট এলাকায় জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকালিয়া রহ. মহিলা টাইটেল মাদ্রসা, এতিমখানা ও ইসলামী আইন গবেষণা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ, মদিনা মার্কেটের দুসকী পয়েন্ট এলাকায় জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকালিয়া রহ. মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের আশপাশের অসংখ্য মানুষ রয়েছেন সুবিধাবঞ্চিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাহে রমজান আমাদের সংযমের শিক্ষা দিয়ে অনাহারে থাকা মানুষের কষ্টে অংশীদার করে। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের দরিদ্র ও পিছিয়ে পরা মানুষের কল্যানে আমাদের কাজ কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম রমজানের শুরু থেকেই অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন। তারা দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছেন। তাদের এই মহতী কাজের মাধ্যমে সমাজের অগণিত মানুষ উপকৃত হচ্ছেন। আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দোয়া মাহফিলে আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।