শিরোনাম :
বিজিবির অভিযানে ১ কোটি ৭৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ ঈদ উপলক্ষে সিলেট বাস টার্মিনাল এলাকায় বিআরটি কর্তৃক অভিযান ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে ছাত্রলীগ নেতা শাফায়াতসহ ৮ জন গ্রেফতার ঈদের পরদিন থেকে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ চট্টগ্রামের সেই এলাকায় আবারও দুর্ঘটনা, নিহত ১০ ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২৫ এলাকায় পুলিশ মোতায়ন জাফলং পানিতে ডুবে ঈদের ১ম দিনেই প্রাণ গেল পর্যটকের

ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: ঈদুল ফিতরের ছুটিতে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় এগিয়ে এসেছে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদল।
প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সপ্তাহব্যাপি ভ্রমণপিয়সীদের সহযোগিতায় মাঠে কাজ করছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের ২০ জন নেতাকর্মী ৪টি ভাগে বিভক্ত হয়ে পর্যটনকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানে পর্যটকদের বিভিন্ন সতকর্তা ও সেবার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ সময় দুর-দুরান্ত থেকে আগত পর্যটকদের সাঁতার না জানলে পানিতে না নামা এবং কোনভাবেই ভারতের সীমানা অতিক্রম না করার ও তাদের সাথে থাকা শিশুদের হাত না ছাড়ার আহ্বান জানানো হয়। একই সাথে পাহাড় বেয়ে আসা ক্লান্ত পথচারীদের হাতে কোমল পানি তুলে দেন তাঁরা।
এতে ভ্রমণে আসা পথচারীও তাঁদের সহযোগিতা পেয়ে প্রশংসা করেন।
মঙ্গলবার (০১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে পর্যটনকেন্দ্র জাফলংয়ের বিভিন্ন স্থানে তাঁরা ঘুরে ঘুরে পর্যটকদের সতর্ক ও সেবা প্রদান করেন।
সপ্তাহব্যাপি কার্যক্রমের প্রথম দিনেই উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, উপজেলা ছাত্রদল নেতা সাদেক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদ, পূর্ব জাফলং ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য কামাল রাজা, মহিন আহমদ, ফারহান, মিলন, আনোয়ার, সাগর দেব, ইব্রাহিম আহমদ, সাগর আহমদ, নাইম আহমদ, আসিফ আহমদ, সাদিক আহমদ, রাসেল, সাবেল, ছাত্রনেতা, সাইদুল, ইকবাল, তুর্জয় প্রমুখ।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে। মানুষের কল্যাণে কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছে ছাত্রদল। আপনারা জানেন, জাফলং পর্যটনকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। প্রতি ঈদ মৌসুমে এখানে লাখো পর্যটকের সমাগম হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব পর্যটকদের নিরাপত্তা দেয়া খুবই কষ্টকর হওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে সম্মানীত পর্যটকদের সেবা দিতে সপ্তাহ ব্যাপি পর্যটক সহায়তা টিম গঠন করেছি। ঈদ মৌসুমে পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন এ লক্ষে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছায় কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain