শিরোনাম :

মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নেে বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের মোটরসাইকেল এর ব্যাটারি ক্রয় করা নিয়ে কথাকাটাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গ্রামের মাইকে ঘোষণা দিয়ে দেশিয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাঠ ভাঙচুর করা হয়। এছাড়া দোকান ভাঙচুরের খবর জড়িয়ে পড়লে কয়েক গ্রামের লোকজন সংঘর্ষে জড়িত হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে যৌথবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পু্লিশ আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain