শিরোনাম :

সাংবাদিক বুলবুলকে বাংলা প্রেসক্লাব অব মিশিগানের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা প্রেসক্লাব অব মিশিগান কর্তৃক এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট এর সিলেট ব্যুরো প্রধান এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
শনিবার (২৬ এপ্রিল) সকালে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটির ঐতিহ্যবাহী বাঙালি রেস্টুরেন্ট বিসমিল্লাহ ক্যাফে অ্যান্ড কারিতে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় শাহজাহান সেলিম বুলবুলকে এমন সম্মান প্রদর্শন করা হয়।
জমকালো ওই পর্বের শুরুতেই শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে সম্মান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ক্লাব সভাপতি শামীম আহছান। সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, সহ-সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন-এর প্রতিনিধি ও পত্রিকাটির আমেরিকা সংস্করণের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফয়সল আহমদ মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব শাহজাহান বুলবুল তার আমেরিকা আগমন উপলক্ষে এই সম্মানে ভূষিত করায় বাংলা প্রেসক্লাব মিশিগানকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বিক নীতিগত কল্যাণে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সকলেই আনন্দঘন পরিবেশে ভোজন পর্বে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain