শিরোনাম :
সিলেটে ৩ ঘন্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন চা শ্রমিকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর হল চালু জাতীয় সমাজতান্ত্রিক দল সিলেট বিভাগের প্রতিনিধি সভা মিজানুর রহমান পাভেলের মাতার মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা শান্তিগঞ্জ সমিতি সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কবির, সম্পাদক এমদাদ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি বন্যার পানি দীর্ঘ স্থায়ী উদ্বেগে দিন কাটে গোয়াইনঘাটবাসীর আওয়ামীগ এর ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেটবাসী ও নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান

আওয়ামীগ এর ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: গণহত্যার দায়ে পলাতক স্বৈরাচার খুনী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এবং আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৩টায় মিছিলটি নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের এবং রুনু আহমেদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুমিনুল হক চৌধুরী রাহি, আবুল কালাম সাহেদ, আজিজ খান সজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান সপু, দুলাল আহমেদ, চমক দে পল্লু, সেলিম মিয়া প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেলাল আহমদ, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার আহমদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান পরান, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহিন আহমদ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও থানার অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর রক্ত বিসর্জন দিতে দিতে শেষ পর্যন্ত রক্তের সাগর পাড়ি দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় কুখ্যাত খুনী শেখ হাসিনা। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে ৮ মাস পেরিয়ে গেলেও এখনও গণহত্যাকারী ও তার দোসরদের বিচার হয়নি। বরং তাদের অল্প যে কজনকে আটক করা হয়েছিল, আইনের ফাঁকফোকরে বেরিয়ে এসে তাদের দাঁত ক্যালানো হাসি দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মনে হয় এটা যেন অজস্র শহীদের রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে। মাদার অফ মাফিয়া হাসিনা ছিল স্বৈরাচারের মাথা। সেই মাথা হয়ত পালিয়ে গেছে কিন্তু শরীরের বাকি অংশ ঠিকই রয়ে গেসে। এরা ঘাপটি মেরে বসে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নানানমুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
বক্তরা বলেন, অবিলম্বে খুনী হাসিনা সহ তার সকল দোসরদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা খেয়াল করে দেখেছি খুনী হাসিনার কতিপয় দোসর এখনো আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই খুনিরা এখন রং পাল্টে কিছু লোভী বিপদগামী লোকদের ম্যানেজ করে তাদের মাধ্যমে আমাদের প্রাণের সংগঠন সহ বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। যাদের হাত আমাদের সহকর্মীর রক্তে রঞ্জিত আমাদের সংগঠনে তাদের অনুপ্রবেশ কোনোভাবেই আমরা বরদাশত করবো না। প্রয়োজনে আরেকবার নিজেদের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে হলেও সংগঠনকে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদের কবল থেকে মুক্ত করে রাখবো। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain