শিরোনাম :
সিলেটে ৩ ঘন্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন চা শ্রমিকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর হল চালু জাতীয় সমাজতান্ত্রিক দল সিলেট বিভাগের প্রতিনিধি সভা মিজানুর রহমান পাভেলের মাতার মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা শান্তিগঞ্জ সমিতি সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কবির, সম্পাদক এমদাদ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি বন্যার পানি দীর্ঘ স্থায়ী উদ্বেগে দিন কাটে গোয়াইনঘাটবাসীর আওয়ামীগ এর ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেটবাসী ও নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান

সিলেটে ৩ ঘন্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন চা শ্রমিকরা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে ৩ ঘন্টা সড়ক অবরোধের পর আন্দোলন প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধ, বসত বাড়ি নির্মাণ ও মেরামত, চিকিৎসা সেবা চালু ও ঔষধ প্রদান, চা বাগানের গাছ কাটা ও বিক্রি বন্ধসহ বেশ কযেকটি দাবিতে আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। আজ রোববার (৪ মে) বেলা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বিমানবন্দর-আম্বরখানা সড়কের মালনীছড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

অবরোধ চলাকালে শ্রমিকরা বলেন, বেতন ও রেশন না পাওয়ায় খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। বুরজান চা-কোম্পানির অধীনে থাকা আড়াই হাজার শ্রমিকের বেতন-রেশন ও বোনাস বকেয়া পড়েছে। তাদের ছেলে-মেয়েরা তিন বেলা খাবার খেতে পারছে না। পড়াশোনায় সমস্যা হচ্ছে। মলিকপক্ষ বেতন দিচ্ছে-দিচ্ছে বলে যাচ্ছে। কবে তাদের বেতন দেবে তার ঠিক নেই।

 

অবরোধের ফলে বন্ধ হয়ে যায় আম্বরখানা-বিমানবন্দর সড়কে যান চলাচল। আটকা পড়ে শত শত গাড়ি, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালায়।

 

পরে বিকেল ৩টায় স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন চা শ্রমিকরা। ১০ জনের একটি প্রতিনিধি দল স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে লিখিতভাবে তাদের দাবি জানান। এসময় ইউএনও আশ্বাস দিলে চা শ্রমিকরা তাদের দাবি পূরণে এক সপ্তাহের সময় বেধে দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain