শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ভারতের ৫০ সেনা হত্যার দাবি পাকিস্তানের সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী আজ রাস্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির নেতা সৈয়দ জুয়েল কারামুক্ত সিলেট কারা ফটকে সংবর্ধনা সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী

বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই-আব্দুর রহমান রিপন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই। দেশের অর্তনীতির মূল চালিকা শক্তিই হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, নতুন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজে যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি অন্যদেরকেও চাকুরীর সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকেও স্বাবলম্বী করা যায়। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি করা সম্ভব। ক্রেতাদের সাথে সুন্দর ও ভাল আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। জনগণ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে।
তিনি আর বলেন, আদিয়াত ষ্টোর এর পরিচালক তরুণ ব্যবসায়ী মো. আব্দুল্লাহ ইতি মধ্যেই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তার মাধ্যমে বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এতে করে যেমন বেকারত্ব দূর হচ্ছে, তেমনি দেশের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান হলে ঐ ব্যবসা প্রতিষ্ঠানে অনেকেই চাকুরীর সুযোগ পান। চাকুরীর মাধ্যমে পরিবার-পরিজনের জন্যেও সে অবদান রাখতে পারে।
বুধবার (৭ মে) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ হকার্স মার্কেটের মল্লিক ম্যানশনে নতুন ব্যবসা প্রতিষ্ঠান আদিয়াত ষ্টোর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ মিয়া, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সভাপতি কবির মিয়া, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ মঞ্জু মিয়া, আদিয়াত ষ্টোর এর পরিচালক মো. আব্দুল্লাহ, এডভোকেট করিম আকবরী, বেলাল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আদিয়াত ষ্টোর এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain