শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ভারতের ৫০ সেনা হত্যার দাবি পাকিস্তানের সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী আজ রাস্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির নেতা সৈয়দ জুয়েল কারামুক্ত সিলেট কারা ফটকে সংবর্ধনা সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী

তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন, সিলেটের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় খেলোয়াড়দের একটি দৃঢ় প্ল্যাটফর্ম প্রদান করা, যাতে তারা তাদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।

বুধবার সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ -এর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় সিলেট জেলা স্টেডিয়ামে। এই ম্যাচে যমুনা ওয়ারিয়র্স মুখোমুখি হয় মেঘনা সুপার জায়েন্টসের। উত্তেজনাপূর্ণ এই খেলায় যমুনা ওয়ারিয়র্স ২০ রানে বিজয় অর্জন করে।

তিনি আরও বলেন, আমরা চাই, সিলেটের মাঠ থেকে আগামী দিনের জাতীয় ক্রিকেট তারকারা উঠে আসুক। এজন্য এই ধরনের আয়োজনকে নিয়মিত করার জন্য আমরা বদ্ধপরিকর। তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বৃদ্ধি ও তাদের সঠিক দিকনির্দেশনা দিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন যমুনা ওয়ারিয়র্সের খেলোয়াড় সম্রাট, যিনি ১৭ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিজ্ঞ ক্রিকেট আম্পায়ার মোঃ ইমরান আজাদ, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া, সিলেট জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় কবির আহমদ, এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জি এম তাশহীদ।

দর্শনার্থীদের জন্য খেলা উন্মুক্ত ও সকলকে মাঠে এসে দলগুলোর উৎসাহ ও সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain