অনুসন্ধান ডেস্ক :: কারামুক্ত হলেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল আহমদ। বৃহস্পতিবার (৮ মে) বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের পর কারাফটকে সংবর্ধনা প্রদান করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সৈয়দ আমীর আলী, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ,সদস্য নিজাম আহমদ, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম ,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোস্তফা আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সালেক মিয়া ,যুগ্ন আহবায়ক সেবুল মিয়া, কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শামীম ইকবাল, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ রুমমান আহমদ, ১০ নং ওয়ার্ডের আহবায়ক রুহেল আহমদ, ৩ নং ওয়ার্ডের আহ্বায়ক রিপন আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হাফিজুর রহমান মঞ্জু , বিমানবন্দর থানার সদস্য সুলতান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুজ্জামান, নাসির আহমদ, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ছমীর গাজী, মহানগর ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমির গাজী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল আহমদ সহ বিভিন্ন নেতৃকার্মীরা প্রমুখ। সময় বক্তারা বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সবসময় ষড়যন্ত্রমুলক দায়েরকৃত মিথ্যা মামলা দিয়ে অত্যাচার ও নির্যাতন করেছে। ঐ সকল মিথ্যা মামলা থেকে আইনি লড়াই করে ২০ দিন পর আজ কারা মুক্ত হয়েছে আমাদের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল আহমদ।