শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ভারতের ৫০ সেনা হত্যার দাবি পাকিস্তানের সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী আজ রাস্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির নেতা সৈয়দ জুয়েল কারামুক্ত সিলেট কারা ফটকে সংবর্ধনা সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী

সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তের নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কার্যক্রম পণ্ড হয়ে গেছে স্থানীয়দের বিক্ষোভের মুখে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, জরিপ কার্য সম্পাদন করতে পারেনি বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন এরঅধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী জায়গাটি ভারত পেয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়।সিলেট ভ্রমণ প্যাকেজ

এর এক পর্যায়ে, আজ সকাল এগারোটার দিকে বিএসএফ ও বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ১২৭৮- ৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান।

এসময়, সীমান্তবর্তী বাংলাদেশীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ দলটিকে বাধা দেয়। ঘটনাস্থল ত্যাগ করে যৌথ জরিপ দল। পরে বিজিবির উত্তেজিত লোকজনকে শান্ত করে। সীমান্ত থেকে সরে যায় বিএসএফ ও জরিপকারী দলের সদস্যরা।

 

 

তিনি আরও জানান, খেলার মাঠটি অপদখলীয় জায়গা হিসেবে চিহ্নিত। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফ এর টহল কার্যক্রম অব্যাহত আছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain