অনুসন্ধান ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ও মেক্সিকোতে নিযুুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গর্বিত পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, মুমিনুল হক চৌধুরী রাহি, রুনু আহমেদ, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মেহেদি হাসান শপু, দুলাল আহমদ, সেলিম মিয়া।
শুক্রবার (৯ মে ) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী ছিলেন একজন সজ্জন সমাজহিতৈষী ব্যক্তিত্ব।
তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা আমাদের একজন প্রবীণ মুরব্বীকে হারালাম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ পাক মরহুমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করুন আমীন।