অনুসন্ধান ডেস্ক :: সিলেটে শুরু হতে যাচ্ছে ১১দিনব্যাপী শহীদ জিয়া বইমেলা-২৫। কমল সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে আগামী ২০ মে মঙ্গলবার সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত মেলা শুরু হবে। মেলা চলবে ৩০ মে পর্যন্ত।
এদিকে বইমেলা সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ মে) বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কমল সাহিত্য পরিষদ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও
স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ’র সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- লেখক ও সাংবাদিক ডা. মুনশী ইকবাল, আলোর অন্বেষণ’র সহ সভাপতি নাহিদ আহমদ, সহ সভাপতি তফাজ্জুল হক সুমন, আল আমিন হোসেন, জসিম বুক হাউজের সত্ত্বাধিকারী প্রকাশক জসিম উদ্দিন, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি নিশাত ফাতেমা, কবি জগলুল হক, প্রকাশক রামিম আহমদ ও লয়লু আহমদ।
সভাপতির বক্তব্যে সাজন আহমদ সাজু বলেন, আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।দেশের ক্রান্তিকালে তার দুরদর্শি নেতৃত্বে বাংলাদেশ আঁধারের পথ অতিক্রম করে আলোকিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, কৃষিবিপ্লব, শিল্প উন্নয়ন, সাহিত্য-সংস্কৃতির বিকাশে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে তিনি নিরন্তর কাজ করে যান। মাত্র সাড়ে তিনবছরে শাসনামলে তিনি হয়ে উঠেন এদেশের মানুষের মধ্যমনি।
আগামী প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সঠিক ভাবে তুলে ধরতেই সৃজনশীল সাহিত্য সংগঠন ‘কমল সাহিত্য পরিষদ সিলেট’ ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা আয়োজন করেছে।
আগামী ২০ শে মে হইতে ৩০শে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা।
মেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বইমেলা উপলক্ষে কমল সাহিত্য পরিষদ থেকে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাতবার্ষিকী স্মারক ‘৩০ শে মে’ এর নতুন সংখ্যা প্রকাশ, স্কুল শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন থাকবে। সেই সাথে
চিত্র প্রদর্শনী, শহীদ জিয়ার জীবনাদর্শ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে রাষ্ট্রনায়ক জিয়ার সফলতাকে মানুষের কাছে তুলে ধরবে কমল সাহিত্য পরিষদ।
মেলা চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি ব্লাড টেষ্ট ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন থাকবে।
বইমেলায় স্টল বরাদ্দ নিতে কমল সাহিত্য পরিষদ অফিস অথবা সভাপতির মোবাইল নাম্বারে (01712326099) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মেলায় সহযোগিতায় থাকবে সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ।
বিজ্ঞপ্তি