অনুসন্ধান ডেস্ক ::জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতি পরিষদ (ক্রীসাপ) এর আয়োজনে সিলেট নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা ঢাকার পরিচালক (অপারেশন এন্ড মাইনাস) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কোম্পানির উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জালালাবাদ গ্যাসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পোষ্যদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কর্মকর্তা কর্মচারীগণ এবং তাদের পোষ্যগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি