অনুসন্ধান ডেস্ক :: মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সিলেটের গোলাপগঞ্জ থেকে সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার নিখোঁজ ছেলে রেজাউর রহমান রনিকে পাওয়া গেছে।
পরিবারের পক্ষ থেকে প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা জানান, মিডিয়ায় নিখোঁজের সংবাদ প্রকাশের পর গোলাপগঞ্জে তাকে ঘুরতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন পরিচিত একজন। পরে তাকে নিয়ে মেন্দিবাগস্থ বাসায় দিয়ে যান। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফটো সাংবাদিক আতাউর রহমান আতা।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) রাতে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় মানসিক ভারসাম্যহীন রেজাউর রহমান রনি। বিজ্ঞপ্তি