শিরোনাম :
মাহতাব আহমদ এর বাবার মৃত্যুতে নগরকান্দি হাতিডহর ছয়ত্রিশ উন্নয়ন ফোরামের শোক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবনের মূল স্থাপনার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি গড়তে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : খন্দকার মুক্তাদির সিলেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিলেন বিএনপি নেতা শ্রমিকদের কল্যাণে বিএনপি অতীতের মত ভবিষ্যতেও কাজ করবে : খন্দকার মুক্তাদির জমকালো আয়োজনে মহানগর কম্পিউটার কারিগরি ও যুব উন্নয়নের সফলতার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা: প্রফেসর আকমল হোসেন

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক-কে গণসংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন ও শাসনের অবসান ঘটাতে প্রবাসে বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তারা বিদেশের মাটিতে থেকেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনকে জাগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ দিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, জনগণের সেবা করতে সিলেট-৩ আসনের উন্নয়ন, প্রবাসীদের মর্যাদা, কৃষি ও শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করতে চাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি সোমবার (১২ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের দেয়া গণসংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর বিএনপি নেতা মো. সাহেদ আহমদ ও আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, তারেক জিয়া ঐক্য পরিষদ সিলেট জেলা আহ্বায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, ব্যবসায়ী মো. আখতার হোসেন সুমন, সিসিকের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সবুজ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ইতালী বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান খোকন, ইতালী বিএনপি নেতা রিপন সরকার, সাবেক ছাত্রদল নেতা ও জাসাস যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক তোফায়েল বাছিত তপু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মিশিগান আমেরিকা বিএনপির সাংগঠনিকত সম্পাদক মো. তুহিন আহমদ, বালাগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ শেরুল, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য জুমেল ইসলাম, দক্ষিণ সুরমা মোগলাবাজার উপজেলা শ্রমিক সভাপতি মো. কাওসার আহমদ প্রমুখ। বিমানবন্দরে সংবর্ধনা শেষে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির কল্যাণের লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain