অনুসন্ধান ডেস্ক :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে দুই ঘন্টাব্যাপী স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) দুপুর ১টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের হলরুমে সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নূর হোসেন এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, ফুটবল কোচ সুহেল আহমেদ, উজ্জ্বল দাস ও ইউনিসেফ সিলেটের কমিউনিটি ফ্যাসিলেটর (সিএফ) আঁখি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে মাহমুদা আক্তার আইভি ও সাদিয়া জানান, খেলাধুলায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে তারা নিজেদেরকে বিশ্ব ক্রীড়াঙ্গণে তুলে ধরতে পারবে। এক্ষেত্রে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।