অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মুসলিম সমাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মমর্যাদা ও ধর্মপ্রেম থেকেই তারা মসজিদ পরিচালনায় নিজেদের নিয়োজিত করেন। মসজিদগুলোতে এই তিন গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য লোক নিয়োগে আগ্রহ থাকলেও তাদের ন্যায্য চাহিদা ও প্রয়োজন পূরণে দেখা যায় চরম উদাসীনতা।
তিনি আরোও বলেন, সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের ভূমিকা অনস্বীকার্য। শহর থেকে গ্রাম-সর্বত্রই তারা মসজিদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। কিন্তু এর বিনিময়ে যে সম্মানী দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বিশেষ করে গ্রামের অধিকাংশ মসজিদের দায়িত্ব পালনে জন্য যারা নিযুক্ত থাকেন তারা নামমাত্র সম্মানীতে মানবেতর জীবনযাপন করছেন।
তিনি মঙ্গলবার (১৩ মে) সিলেট মহানগর মার্কেট মসজিদ ইমাম-মুয়াজ্জিন কল্যান পরিষদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারি মাওলানা নুরুজ্জামান নুমানী, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আলম আল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমেদ, সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দীন চৌধুরী, সহ সভাপতি মাওলানা জাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, ক্বারি কাওসার আহমেদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা ডাক্তার এইচ এম আলা উদ্দিন চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুঈনুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ আব্বাস উদ্দীন, মাওলানা সিদ্দিকুর রহমানসহ উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি