শিরোনাম :
সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট এর উদ্বোধন কাল সিলেটে বাবৌযুপ এর অনুষ্ঠানে অসম্প্রদায়িক বাংলাদেশে রাষ্ট্র, সমাজ ও জাতিকে বিবক্ত করার কোন সুযোগ নেই-ইমদাদ বাবলার পিতার মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক বুদ্ধ পূর্ণিমায় মানব কল্যাণে ধম্মকথা’র দিনব্যাপী অনুষ্ঠানমালা ফ্রান্সে বসবাসরত সাবেক ছাত্রদল এর উদ্যােগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ শ্রমিকনেতার মুক্তির দাবিতে সিলেটে হোটেল শ্রমিকের বিক্ষোভ ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সর্বদা কাজ করছে বিএনপি: কয়েস লোদী প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের-দ্বি-বার্ষিক নির্বাচন নার্সিং পেশাকে আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: কয়েস লোদী সিলেটে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত

শ্রমিকনেতার মুক্তির দাবিতে সিলেটে হোটেল শ্রমিকের বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হোটেল মালিকদের ষড়যন্ত্র-চক্রান্তের শিকার নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ১২ মে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ মে বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক বিক্ষোভ নগরির কোর্ট পয়েন্ট অতিক্রম হয়ে জিন্দাবাজার হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে জেলা কমিটির সহ-সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সভাপতি শাহিন আহমদ, জেলা কমিটির অন্যতম নেতা আনোয়ার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিনসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলে অর্ন্তবর্তীকালীন সরকার গত ৫ মে নি¤œতম মজুরি গেজেট প্রকাশ করে। নি¤œতম মজুরির গেজেট সহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবি ও অধিকার বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তখন মালিকগোষ্ঠী তাদের ধারাবাহিক ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে হোটেল শ্রমিকদের আন্দোলন দমনের লক্ষ্যে শ্রমিকনেতাকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। শ্রমিকনেতার গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনা জেলা শহরের সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।
বিক্ষোভ থেকে নেতারা মালিকগোষ্ঠীর সকল ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে শ্রমিক শ্রেণির ঐক্য ও সংগ্রাম জোরদার করে দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে সারাদেশে কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে অবিলম্বে মুক্তির জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain