শিরোনাম :
জামিন পেলেন জোবাইদা রহমান আয়নাঘর পরিদর্শন করলেন কেরি কেনেডি চট্টগ্রাম বন্দর কাজ দ্রুত করার তাগিদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিলেট কারাগার থেকে ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট এর উদ্বোধন কাল সিলেটে বাবৌযুপ এর অনুষ্ঠানে অসম্প্রদায়িক বাংলাদেশে রাষ্ট্র, সমাজ ও জাতিকে বিবক্ত করার কোন সুযোগ নেই-ইমদাদ বাবলার পিতার মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক বুদ্ধ পূর্ণিমায় মানব কল্যাণে ধম্মকথা’র দিনব্যাপী অনুষ্ঠানমালা ফ্রান্সে বসবাসরত সাবেক ছাত্রদল এর উদ্যােগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ শ্রমিকনেতার মুক্তির দাবিতে সিলেটে হোটেল শ্রমিকের বিক্ষোভ

সিলেট কারাগার থেকে ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তিনি বেশকিছু সময় হাসপাতালের পরিচালকের কক্ষে ছিলেন। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী ইমরান আহমদের শারীরিক অবস্থা অনেকটা ভালো। কেবিনে নেওয়ার পর তার সঙ্গে কয়েকজন দেখা করেছেন এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ইমরান আহমদ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। তাই তাকে চিকিৎসার জন্য সকালে কারাগার থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কথা বলতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের সাড়া পাওয়া যায়নি।

গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সিলেটের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন। সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain