অনুসন্ধান ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শাহারপাড়া বাজারস্থ ফেরদৌসী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কয়ছর এম আহমদ বলেন দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। জুলাই আগস্টের পর ভোটাররা স্বপ্ন দেখছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।
তিনি আরো বলেন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। এর জন্য দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি তিনি আহ্বান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাহিন তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান,উপজেলা বিএনপি যুগ্ন আহবায় হাজী সোহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন।
৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আশারকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক কবিরী, খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ, আক্তার হোসেন, আব্দুল হক, এম এ মালেক, শাকিল আহমদ, মারজান আহমদ, দিনার চৌধুরীর বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কেফায়েত উল্ল্যা। বিজ্ঞপ্তি