শিরোনাম :
মোহনা সমাজ কল্যাণ সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত বিপিজেএ’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও যৌথ সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবিগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের গ্রেপ্তার, হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে লন্ডনে মানবাধিকার সংস্থার বিক্ষোভ সমাবেশ

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত নেতৃবৃন্দরা হলেন, সিলেট সিটি ক্লাব ইউ.কে ও গ্রেটার লন্ডন যুবদল সাবেক সাধারন সম্পাদক তোফায়েল বাছিত তপু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মহিউদ্দিন বাবলু, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ দেশের গণতন্ত্র রক্ষায় যে নিরলস সংগ্রাম করে যাচ্ছে, তাতে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। প্রবাসে থেকেও তারা দেশীয় রাজনীতির সংস্কৃতি ধরে রেখেছেন এবং নানা প্রতিকূলতার মাঝেও দলের স্বার্থে কাজ করে চলেছেন। এই চার নেতার রাজনীতি, সংগঠন পরিচালনায় দক্ষতা ও দৃঢ়তা আমাদের জন্য উদাহরণস্বরূপ।
সংবর্ধিত অতিথিরা বলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এরপরও তারা পিছপা হননি। দলের সাথে থেকে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। তারা আরো বলেন, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই ভালোবাসা ও সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দেশে না থাকলেও, দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা কখনো কমবে না। যেখানেই থাকি না কেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ভূমিকা রেখে যাবো।
সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু এবং মহানগর যুবদলের সহ সভাপতি জামাল আহমদের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শ্যামল চন্দ মালাকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জাসাস নেতা জাবেদ কাবেরী, আরিফ আহমদ, তারেক, রেজোয়ান বেগ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহাগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বদরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুস সামাদ ফাহিম, প্রজন্ম দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক আমির হোসেন আহজারী, সদস্য সচিব রাসেল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আহমদ রাকু, রাজন আহমদ, দুলাল আহমদ, চমক দে পাপ্লু প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain