অনুসন্ধান ডেস্ক :: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানকে সংবর্ধনা প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) সকালে সিলেট ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচলক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফেল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ মে বকেয়া বেতন-ভাতা দ্রুত প্রদান করার দাবি নিয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত মো. আব্দুর রশিদ ও মো. ময়নুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি