অনুসন্ধান ডেস্ক :: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের দলনেতা ডা: জাহেদুল কবির বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো পুরোপুরি গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আপোষহীন নেতৃত্বের ধারাবাহিক ফসল হচ্ছে ৫ই আগষ্ট। বিএনপি ও অঙ্গসংগঠনের অগনিত নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন এবং জুলাই আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিস্টদের দোসরা এখনো নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ২৮ মে ঢাকার সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতের ন্যায় বলিষ্ট ভূমিকা রেখে সমাবেশ সফলে কার্যকর ভূমিকা রাখবে।
শনিবার (২৪ মে) বিকেলে ২৮ মে ঢাকায় সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর মুসলিম সাহিত্য সংসদে (সুলেমান হল) অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ মোঃ জাহেদুল কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিজান, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহ অর্থ সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর হক চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন। সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মীর মোহাম্মদ বাবলু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গৃহীত হয়। প্রস্তুতি সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আহত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেন, ২৮মে ঢাকার রাজপথ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের ঢল নামবে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলকে সারা বাংলাদেশের একটি রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, ২৮ মে সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল তার গৌরবোজ্জল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রতিকুল পরিস্থিতিতেও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সফলতা দেখাতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ ২৮ মে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হবে।