মাদকমুক্ত এলাকা গড়তে মোমিনখলা এলাকাবাসীর মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিন) মো. শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানে যুব সমাজকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই অনলাইন জুয়া বন্ধে খুব শিগগিরই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের টার্গেটই হচ্ছে যুবসমাজ। যুবসমাজের কাছে মাদক বিক্রি করে তাদেরকে বিপদের দিকে ঢেলে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। এরা দেশ ও সমাজের শত্রু। বর্তমানে দেশে যত অপকর্ম হচ্ছে, তার মূলেই রয়েছে মাদক ও জুয়া। এই দুই অপরাধের প্রভাবে আজকের যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে। তিনি প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রযুক্তির বিকাশের ফলে অপরাধের ধরণও বদলে গেছে। এখন মোবাইল ফোনের মাধ্যমেও প্রতারণা, মাদক কেনাবেচা, এমনকি জুয়া পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দেখছি, অধিকাংশ ক্ষেত্রে যুব সমাজই এসব অপরাধে জড়িয়ে পড়ছে। তাই তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে হলে খেলাধুলা ও গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে অভিভাবকদের কিছু দায়িত্ব রয়েছে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে, এসব বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে আমরা একটি মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পারব। এই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শেষে তিনি মোমিনখলা এলাকাবাসী ও যুব সমাজকে অনুরোধ করে বলেন, আপনারা সবাই এগিয়ে এলে, তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে আমরা সবাই মিলে এ ধরনের অপরাধ বন্ধ করতে পারব। আপনাদের মতো প্রতিটি এলাকায় মাদক ও জোয়ার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে। তিনি ৭ দিনের মধ্যে মোমিনখলা এলাকায় মাদক ব্যবসা বন্ধ না হলে কঠোর ব্যবস্তার হুশিয়ারি দেন।
তিনি শনিবার (২৪ মে) রাতে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে ও যুব সমাজের আয়োজনে এলাকায় মাদক ব্যবসা, সেবন, তীর খেলা, জোয়া খেলা, নকল স্বর্ণ বিক্রি, চুরি, ছিনতাই, অসমাজিকসহ সকল ধরণের কার্যকলাপ বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মো. হাবিবুর রহমান ও মো. সায়েক আহমেদ এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোমিনখলা মাদকমুক্ত এলাকা করার নিমিত্তে কমিটির উপদেষ্টা আজিজুর রহমান, বুরহান উদ্দিন, আব্দুল গফফার হারুন, আবু হাসান শাহেদ, আশফাক আহমেদ, প্রবাসী আফসর উদ্দিন, যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুস সালাম মিপুক।
মতবিনিময় সভায় এলাকাবাসী বলেন, মোমিনখলা গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। কিন্তু কিছুদিন ধরে এই এলাকার পরিবেশ ও যুবসমাজকে ধ্বংস করার লক্ষ্যে কিছু মাদক ব্যবসায়ী এই এলাকায় বিভিন্ন অপকর্ম করছে। যার ফলে আমাদের এই শান্তিপূর্ণ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই এলাকায় মাদক ব্যবসার ফলে যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তারা হামলা করছে। মাদক ব্যবসায়ীদের হাত থেকে এলাকা রক্ষা করতে এলাকার মুরব্বী ও যুবসমাজ মিলে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৩৬ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়েছে। যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তারা যদি তাদের অপকর্ম ছেড়ে ভালো হতে চায় আমরা এই দুটি কমিটির মাধ্যমে তাদের সহযোগিতা করবো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মরফ উদ্দিন। সভা সমাপ্তি ঘোষনা করেন মো. আতিক। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain