গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দিতে ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে)বিকেলে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙা হাওর এলাকায় থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আবুল বাশার মিয়া (৩৭),মৃত কটাই মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন @ শিবলু (৩৭),বাবুল মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৫)।
পুলিশ জানায়,গোয়াইনঘাট থানার এসআই রকিব ও এএসআই তাবভীর, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স সহ বিছনাকান্দিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে গোপন সংবাদের ভিওিতে জানতে পারে নতুন ভাঙ্গা হাওর এলাকায় একদল লোক ইয়াবা বিক্রির জন্য অবস্থান নিয়েছে।
এসময় পুলিশের অভিযানিক দল তাদের গতিবিধি সুকৌশলে শনাক্ত করে ইয়াবা বিক্রির সময় ১৩৫ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেন। গ্রেফতার কৃতরাদীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্তা আছে বলেও জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ তিনি বলেন মঙ্গলবার বিকেলে ১৩৫ পিস ইয়াবা সহ তিন জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।