শিরোনাম :
এইচএসসিতে সিলেটে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ ৫ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের স্মারকলিপি শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : তামান্না ৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে সিলেট ইসলামী আন্দোলনের মানববন্ধন সালুটিকর বাজারে বিএনপির গণসমাবেশে কাইয়ুম চৌধুরী অবশেষে সিলেটের স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল-কিনব্রিজের নিয়ে পরিকল্পনা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের কোর্স সমাপনী অনুষ্ঠান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের ব্যবস্থাপনা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের কোর্স সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে আয়োজিত কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান বলেন, সভ্যতার প্রধান উপাদান হলো শিক্ষা। শিক্ষার আলোয় মানুষ অন্ধকারকে জয় করে। মানুষকে মানবিক ও নৈতিক মূল্যবোধের অধিকারী করে গড়ে তোলে। তিনি বলেন, মানবিক মূল্যবোধ, নীতি আদর্শ, সততা, কর্তব্য নিষ্ঠা ও নৈতিকতা সম্পন্ন মানুষই প্রকৃত মানুষ। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জন করতে হবে।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ, দর্শন বিভাগের প্রধান জাকিয়া খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মদ শাহানা বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, প্রভাষক মইনুর রহমান, প্রভাষক লিটন মনি দেব, প্রভাষক রিপন মিয়া, প্রভাষক ফয়েজ আহমেদ, প্রভাষক আব্দুস সামাদ চৌধুরী, প্রভাষক জামিনুর ইসলাম, প্রভাষক দৃষ্টি চক্রবর্তী, প্রভাষক পপি চন্দ, প্রভাষক উপমা রুবায়েত প্রমুখ।
শিক্ষার্থী মাহিমা মনোয়ার ও শতাব্দী দাশের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain