শিরোনাম :

বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২১ জনকে পুশইন করল বিএসএফ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ থামছেই না। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অব্যাহত রেখেছে।

গত শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১২১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটা থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১২১ জনকে আটক করে বিজিবি। এরমধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে রোববার (২৫) দুই দফায় বিজিবি তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটকদের বেশির ভাগই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান রোববার (২৫ মে) বলেন, সীমান্তে আটক হওয়া সকলেই বাংলাদেশী। পরিচয় নিশ্চিতের পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার রোববার (২৫ মে) বিকেলে বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain