মানব কল্যাণে ধম্মকথা’র আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর চিন্তাচেতনা ও মানবিক কার্যক্রম আরো গতিশীল করতে মানব কল্যাণে ধম্মকথা’র পতাকাতলে একত্রিত হয়ে ধম্মকথা’র অস্থায়ী কার্যালয় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদস্থ জাহানারা মঞ্জিলে সভা অনুষ্ঠিত হয়।

গত রবিবার ১ জুন সংগঠনের প্রধান সমন্বয়কারী অভি বড়ুয়ার সভাপতিত্বে ২১ জন বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিতে আহবায়ক মনোনীত হয় অন্তু বড়ুয়া, যুগ্ম আহবায়ক শ্রাবন বড়ুয়া আকাশ (রাঙ্গামাটি), একান্ত বড়ুয়া (রাঙ্গুনিয়া), অর্পন বড়ুয়া (রাউজান), তৃষা বড়ুয়া (হাটহাজারী), অশ্মি বড়ুয়া (ফটিকছড়ি),তমাল বড়ুয়া (চট্টগ্রাম মহানগর,অর্নব বড়ুয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সদস্য সচিব সন্তুু বড়ুয়া, অর্থ সচিব মনিষা বড়ুয়া মম, সদস্য যথাক্রমে সুস্ময় বড়ুয়া (রাঙ্গামাটি), অন্তু বড়ুয়া (চট্টগ্রাম মহানগর), আপন বড়ুয়া (রাউজান), তিলক বড়ুয়া (হাটহাজারী), হৃদিতা বড়ুয়া (রাউজান), বিজয় বড়ুয়া (রাঙ্গামাটি), শুভ বড়ুয়া (জাপান প্রবাসী), সাগর বড়ুয়া (ফ্রান্স), নিউটন বড়ুয়া (ওমান), বিজয় বড়ুয়া (ওমান), সুমেধ বড়ুয়া (রাউজান)। মনোনীত আহ্বায়ক কমিটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain