শিরোনাম :
আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবেমেরাজ বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মহান জাতীয় সংসদ নির্বাচনে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে- উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৩টি জেলার ২৮ টি উপজেলার সদস্যদের নিয়ে একযোগে ২৬ আগস্ট ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার কোম্পানি/প্লাটুন ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের জন্য মৌলিক-প্রশিক্ষণের ১ম ধাপ।

মৌলভীবাজার জেলার জগন্নাথপুর ও ২৪ আনসার ব্যাটালিয়ন শ্রীমঙ্গল কালাপুর মৌলভীবাজার এর আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন) এর পরিচালক এনামুল খান, বিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।বক্তব্যের শুরুতে তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের উক্ত কোর্সে স্বাগত জানান এবং উক্ত অঞ্চলের তুলনামূলক সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন অত্যন্ত দৃঢ়তা, প্রজ্ঞা এবং অধ্যবসায়ের মাধ্যমে এই প্রশিক্ষণের বিভিন্ন মডিউলসমূহের জ্ঞান অর্জন করে এবং পরবর্তীতে বাহিনীর এডভান্স কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে যোগ্য ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে, যাতে তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে পারে। তিনি AVIMS) সফটওয়্যারে প্রত্যেকটি ভিডিপি সদস্যদেরকে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, (AVIMS) সফটওয়্যার হবে আনসার ভিডিপি পরিবারের একটি অনবদ্য নেটওয়ার্ক। আনসার ও ভিডিপি সদস্যরা সমাজের তৃণমূল পর্যায় থেকে উঠে আসে এবং তারা তাদের নিজ নিজ এলাকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে থাকে বলে তিনি বলেন ।

তিনি আরো বলেন, মহাপরিচালকের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্র ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একজন খাঁটি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। একজন আদর্শ মানুষ হিসেবে সামাজিক শিষ্টাচার, বিবেক, মূল্যবোধ এবং নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন বাহিনীর মহাপরিচালক তোমাদের কল্যাণের কথা চিন্তা করে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছেন। মহাপরিচালকের সঞ্জিবনী প্লাটুন এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে তোমাদের অগ্নি পরীক্ষা। আর এ পরীক্ষায় সবাইকে এ প্লাস পেয়ে পাস করতে হবে।
এছাড়া সমাগত দুর্গাপূজায় সকলকে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain