শিরোনাম :
অবশেষে সিলেটের স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল-কিনব্রিজের নিয়ে পরিকল্পনা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের

নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা, প্রদর্শনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। সিলেট সদর উপজেলার মালনীছড়া চা বাগানে লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে গত (২৮ আগস্ট) দিনব্যাপী এ আয়োজন করে উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “বাংলাদেশের চা বাগান খাতে রূপান্তরমূলক নেতৃত্বের মাধ্যমে চা শ্রমিকদের ক্ষমতায়ন” প্রকল্পের অংশ হিসেবে এ ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালনীছড়া চা বাগানের ম্যানেজার মো. আজম আলী। তিনি বলেন, “চা বাগানের নারীরা আজ তাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে এত সাবলীলভাবে কথা বলছে, এটি অত্যন্ত আনন্দের। এই উদ্যোগ যদি না থাকতো, তাহলে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হতো না।” তিনি নারীদের ঘরবন্দি না থেকে সমাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা তথ্য অফিসার সুবর্ণা দাস, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের উদ্যোগে স্থাপিত ৬টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এছাড়া পরিবেশবান্ধব গাছ বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। পরে ছয়টি চা বাগানের নারী ও কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা-ঝুমার গান ও নাচ-উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য হৃদয়েশ মুদি, আতাউর রহমান শামীম, ব্লাস্টের কো-অর্ডিনেটর সত্যজিৎ দাস, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ এনজিও প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা।
আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফাইনেন্স ও এডমিন অফিসার মো: মহসিন রেজা প্রোগ্রাম, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিংসহ মাঠ পর্যায়ের কর্মীরা।
লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম ও বুরজান-এই ছয়টি চা বাগানের প্রায় ২০০ জন নারী, পুরুষ ও কিশোর-কিশোরী এ আয়োজনে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain