শিরোনাম :
ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল ১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০ শ্রমিক পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ ও তার দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না: সিলেটে সারজিস

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে হয় এবং এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না এগুলোও বিবেচ্য বিষয়।

বুধবার রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বুধবার রাজধানীতে ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৭২১ জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি। জামায়াতে ইসলামীকে পছন্দ করেছেন ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা। নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে প্রায় ৫ শতাংশ।

জরিপের এই ফলাফল নিয়ে বুধবার সিলেটে সংবাদ সমম্মেলনে প্রশ্ন করা হয় সারজিস আলমকে।

জবাবে তিনি জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমার মানুষের কাছে যাচ্ছি, মানুষ আশা দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ছবি নিয়ে আসলেও থুথু দেবে। আওয়ামী লীগ ও দোসররা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়ে সারজিস আলম বলেন, আগামীতে নির্বাচন বা যেকোনো বিষয়ে সক্রিয় থাকতে আমাদের সমমনা দলগুলোর আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি, যা সরকারের দূর্বলতা প্রকাশ করেছে। যারা প্রতিনিধিদের বিব্রত অবস্থায় ফেলেছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে বলেন তিনি।

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain