শিরোনাম :
ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা

বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নে দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার হাজার হাজার ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লজ্জাজনক পতন ও দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ফ্যাসিবাদী হিংস্র মানসিকতার কোন পরিবর্তন হয়নি। নিউইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তীকালিন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সফরসঙ্গীদের হেনস্থা আওয়ামী লীগের ফ্যাসিবাদী মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে গণহত্যা ও ফ্যাসিবাদী শাসন নিয়ে তাদের ন্যুনতম অনুশোচনা নেই। পতিত ফ্যাসিবাদীদের দেশপ্রেমিক জনতা প্রত্যাখ্যান করেছে। ছাত্র-জনতার গণহত্যাকারীদের দেশের রাজনীতিতে পুনবার্সিত হওয়ার কোন সুযোগ নেই।

তিনি বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে সংস্কার করতেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এর আলোকেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। নাগরিককে তাদের প্রকৃত অধিকার ফিরিয়ে দেয়া হবে।

তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময়, উঠান বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বুধবার সকালে লাউতা ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা ও বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি বিকেলে গাংপার বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সন্ধ্যায় বারইগ্রাম বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। সবশেষে তিনি নন্দিরফুল গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা আব্দুর রকীব দরবস্তী, বিয়ানীবাজার উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলতাফ হোসেন, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার সহ-সভাপতি আতিকুর রহমান, মানিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিএনপি নেতা এমদাদুল হক চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ছাত্রদল নেতা জুবায়ের আহমদ, আব্দুল কাইয়ুম, মাহিন খান, জিবলু আহমদ, আশরাফুল ইসলাম, আব্দুল হাফিজ শিমুল, হাবিবুর রহমান, ইমরান হোসেন মুন্না, সুয়েবুর রহমান, ইমন আহমদ ও রাফি আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain