গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজিপুর ইউনিয়নের লাঠিগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলিত বালুবাহী ছয়টি স্টিল বোট জব্দ করে নদীতীরে ডুবিয়ে ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদী এলাকার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, ইজারাবিহীনভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।