গোয়াইনঘাট প্রতিনিধি ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, “জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন সময়ের দাবি। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা এবং একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।”
উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান আহমেদ ও হাফিজ মিছবাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক আহমেদ, নায়েবে আমীর মাও. ফয়েজ আহমদ, ডা. আব্দুন নূর, আহমদ আল মাসুদ, যুবনেতা সাদিকুর রহমানসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
ছবি ক্যাপশনঃ গোয়াইনঘাটে ৫ দফা দাবিতে সমাবেশে প্রধান বক্তব্যে সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, সিলেট-৪ আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।