অনুসন্ধান ডেস্ক ::: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মাধবপুরের হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ (১৬), তার ফুফাতো ভাই ইমন মিয়া (১৭) ও শসিন দাস পানিকা (২৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান- শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ডাক্টার বাড়ি গেট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাদরাসা ছাত্র আশরাফুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বাসিন্দা।
অপরদিকে- ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ও কারখানা শ্রমিক শসিন দাস পানিকা (২৮) নিহন হয়। নিজ কর্মস্থলে কারখানায় যাওয়া পথে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত শসিন দাস পানিকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি মাধবপুরের সুরমা চা বাগানে দুলাভাইয়ের বাড়িতে থেকে স্থানীয় এক শিল্পকারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।